আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ ২৬ মার্চ মুক্তি পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’। ছবিটি পরিবেশনার দায়িত্ব রয়েছে দি অভি কথাচিত্র। সংস্থাটির কর্ণধার জাহিদ হাসান অভি সারাবাংলাকে জানিয়েছেন ছবিটি ৩৫টি সিনেমা হলে চলবে প্রথম সপ্তাহে। এর মধ্যে ৩০টি হলের নাম সারাবাংলার হাতে এসেছে।
যে সকল সিনেমা হলে ‘স্ফুলিঙ্গ’ চলবে— স্টার সিনেপ্লেক্স (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), স্টার সিনেপ্লেক্স ( মহাখালী), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্টমেন্ট), বিজিবি (ঢাকা), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), নিউ গুলশান (জিঞ্জিরা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শাপলা (রংপুর), সোনিয়া (বগুড়া), রূপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), বনলতা (ফরিদপুর), মালঞ্চ (টাংগাইল), রাজিয়া (নাগরপুর), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), চাঁদমহল (কাঁচপুর)।
তৌকির আহমেদ জানিয়েছেন, ‘স্ফুলিঙ্গ’-এ দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। থাকবে একটি ব্যান্ডের কাহিনিও। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে।
ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।
সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।