Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ভিন্ন দলে, তারপরও একসঙ্গে দেব-মিঠুন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ মার্চ ২০২১ ১৫:৫৪

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেখানে দেব আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর মিঠুন চক্রবর্তী আছেন বিজেপির পক্ষে। দুজনের রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও তাদের মধ্যকার সম্পর্ক খুব গভীর তা টালিউড ইন্ডাস্ট্রির সবাই জানেন। দুজন একসঙ্গে ‘হিরোগিরি’তেও অভিনয় করেছেন। অংশ নিয়েছেন অনেক টিভি শোতে।

নির্বাচনী ঢামাঢোলে তাদের সম্পর্কে কোন ছেদ পড়েনি। এরই মাঝে তাদের নতুন একটি ছবিতে অভিনয়ের ঘোষণা এলো।

বিজ্ঞাপন

দেব টুইট করে খবরটি জানিয়েছেন। ছবির নাম না জানালেও জানিয়েছেন পরিচালনা করবেন অভিজিৎ সেন।

দেব তার টুইটে লিখেন, ‘বেঙ্গল টকিজ এবং দেব প্রাইভেট লিমিটেড একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করতে চলেছে। তাতে ফের একসঙ্গে দেখা যাবে আমাকে এবং মিঠুনদাকে। ওকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সিনেমাটি পরিচালনা করবেন অভিজিৎ সেন।’

জানা গিয়েছে, সিনেমাটি প্রযোজনা করবেন অতনু রায় চৌধুরী। যিনি আবার মুক্তধারা, প্রাক্তন, বেলাশেষে এবং সাঁঝবাতি সিনেমাও প্রযোজনা করেছেন।

সারাবাংলা/এজেডএস

দেব মিঠুন চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর