Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত লেখকের গল্পে সাতটি টেলিফিল্ম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১১:৫৭

এসময়ের সাত জন লেখকের গল্প থেকে টেলিফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছে বঙ্গ বিডি। তারা এর নাম দিয়েছে ‘বব’ বা ‘বেইজড অন বুকস’। খুব শিগগিরই প্রথম সিজনের টেলিফিল্মগুলোর শুটিং শুরু হবে। নির্মাণ করবেন সাত জন।

সাত জন লেখক তাদের বইগুলো হল— ‘শাহাদুজ্জামান রচনা সংগ্রহ ১’, মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’, শিবব্রত বর্মণের ‘সময়ের গল্প ২০১৩’, যোবায়েদ আহসানের ‘হাকুল্লা’, সাদাত হোসাইনের ‘মরণোত্তম’, মারুফ রেহমানের ‘লাবনী’ ও রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’।

টেলিফিল্মগুলো নির্মাণ করবেন যথাক্রমে নূর ইমরান মিঠু, ওয়াহিদ তারেক, অনিমেষ আইচ, ইফতেখার আহমেদ ফাহমি, সঞ্জয় সমদ্দার, গোলাম হায়দার কিসলু ও ভিকি জাহেদ।

‘বব’ প্রসঙ্গে বঙ্গ-র ডেপুটি চিফ কনটেন্ট এডিটর জাহিদ আহমেদ বলেন, “এ সময়ের টিভি নাটক ও চলচ্চিত্রের গল্পগুলো দর্শকদের সেভাবে আকর্ষণ করছে না। না টিভি-সিনেমার পর্দায়, না ওটিটিতে। তাই আমরা বইয়ে ফিরেছি। নিয়মিতভাবে সাহিত্য থেকে গল্প তুলে এনে পর্দায় দেখাতে চাই।”

গল্প বাছাই নিয়ে বলছিলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের মতো সেরা সাহিত্যিকদের নাম এখানে নেই। কারণ আমরা এ সময়ের গল্পগুলো দেখাতে চেয়েছি। এ সময়ের লেখকদের গল্পের সুবিধা হলো, এদের লেখায় সিনেমাটিক উপকরণ অনেক বেশি। পরের সিজনে নিশ্চয়ই আমরা নতুন আরও কয়েকজন লেখককে যুক্ত করব।”

টেলিফিল্মগুলোর শিল্পী, কলাকুশলীও প্রায় চূড়ান্ত। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, পার্থ বড়ুয়া, ভাবনা, টয়া, তাসনিয়া ফারিন ও মামুনুর রশীদের মতো তারকারা। এ মাসের মাঝামাঝি সময়ে পর্যায়ক্রমে শুটিংয়ে যাবেন পরিচালকরা। আসছে ঈদে একুশে টিলিভিশন, চ্যানেল নাইন ও জিটিভিতে প্রচারিত হবে টেলিফিল্মগুলো। পাশাপাশি বঙ্গতেও দেখা যাবে।

সারাবাংলা/এজেডএস

টেলিফিল্ম বঙ্গ বব সাত জন লেখক


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর