চুরির অভিযোগ, নিঃশর্ত ক্ষমা চাইলেন একতা কাপুর
১১ এপ্রিল ২০২১ ১৮:৩৮
সম্প্রতি আইডিয়া চুরির অভিযোগে অভিযুক্ত হলেন হিন্দি টিভি সিরিয়াল ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রযোজক একতা কাপুর এবং তার মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজি। একতার আসন্ন সিরিজ ‘হিজ স্টোরি’র পোস্টার পুরোপুরিভাবে ‘কপি’ করা হয়েছে ‘LOEV’ ছবি থেকে। আর এই অভিযোগ এনেছিলেন ‘LOEV’ ছবির নির্মাতা ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সুধাংশু সারিয়া।
সমকামিতার মতো সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি ‘LOEV’ ছবির পোস্টারের সঙ্গে হবহু মিল রয়েছে একতার ‘হিজ স্টোরি’ ছবির পোস্টারের। এমনকি দুটি পোস্টারে মাথার বালিশ, গায়ে ঢাকা দেওয়া চাদের রঙের মধ্যেও কোনও ফারাক নেই! শুধুমাত্র নেটিজেনরাই নয়, শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানি সোস্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে কটাক্ষ করেন একতার অল্ট বালাজিকে। এরপর রাতেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চায় অল্ট বালাজি। জানানো হয় তাদের সমস্ত সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ওই বিতর্কিত পোস্টার।
Thank you for taking the stolen image down @altbalaji and for your apology. Even if it isn't entirely sincere and comprehensive. // THREAD https://t.co/KC4NbOVbDp
— Sudhanshu Saria (@iamsuds) April 11, 2021
ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অল্ট বালাজি জানায়, ‘গত ৯ এপ্রিল আমাদের পক্ষ থেকে হিজ স্টোরির পোস্টার সামনে আনা হয়েছিল। এরপর আমরা জানতে পারি সুধাংশুর LOEV-এর পোস্টারের কথা। দুটি পোস্টারের মধ্যে আশ্চর্যজনক সাদৃশ্য শুধুই কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এটা আমাদের ডিজাইন টিমের পক্ষ থেকে তদারকি করা হয়েছে, আমরা ক্ষমাপ্রার্থী’।
এদিকে, এই ক্ষমা প্রার্থনা খুব বেশি আন্তরিক নয়, বলে পালটা আরেকটি পোস্টে LOVE ছবির পরিচালক লিখেছেন। সেই সাথে ‘চুরি করা পোস্টার’ সরিয়ে দেওয়ার জন্য অল্ট বালাজিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।