Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরুচিকর মন্তব্য, জবাব দিলেন সারেগামাপা চ্যাম্পিয়ন অর্কদীপ


২১ এপ্রিল ২০২১ ১২:৫৪

সারেগামাপা ২০২০-এর বিজয়ী অর্কদীপ মিশ্র

জি-বাংলা’র জনপ্রিয় একটি রিয়েলিটি শো ‘সারেগামাপা’। দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই অনুষ্ঠানটি। গত রোববার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে ২০২০-এর গ্র্যান্ড ফিনালে। আর এই রিয়ালিটি শোয়ের মঞ্চে বিজয়ী ঘোষিত হয়েছেন অর্কদীপ মিশ্র। তবে অর্কদীপের এই জয় মেনে নিতে পারেননি অনেকেই। দর্শকদের অনেকের মতে নীহারিকা বা অনুষ্কা এই অনুষ্ঠান জেতার অনেক বেশি যোগ্য দাবিদার। গত দু-দিনে এই ঘটনা নিয়ে চলছে ব্যাপক শোরগোল। শুধু অর্কদীপ নয়, কুরুচিকর মন্তব্য ছেয়ে গিয়েছে সারেগামাপা-র বিচারকদের নিয়েও। অনেকেই দাবি করছেন পুরো অনুষ্ঠানটাই নাকি ‘গট আপ’ বা ‘স্ক্রিপ্টেড শো’। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজয়ী অর্কদীপ মিশ্র।

বিজ্ঞাপন

ফেসবুক লাইভে এসে সারেগামাপা-র চ্যাম্পিয়ান অর্কদীপ বলেন, ‘একটা অনুষ্ঠান বা শিল্পীর সার্থকতা তখনই যখন সেটা নিয়ে আলোচনা হবে, সেখানে সমালোচনাও প্রশংনীয়। আপনারা আমাকে নিয়ে খারাপ বললেও অন্যকে নিয়ে ভালো বলছেন। সেই জন্যই অনুষ্ঠানটি চলে, তার মানে আপনারা সেই অনুষ্ঠানটি আপনারা দেখেন, তাই আমি খুশি।’

আক্ষেপ জানিয়ে এই তরুণ শিল্পী বলেন, ‘এই খেতাব বা পুরস্কার বা সিদ্ধান্তটা আমার হাতে ছিল না, আমার পরিবার বা আমার গুরুদের হাতে ছিল না। এই মন্তব্য দেখে এখন মনে হচ্ছে এই সিদ্ধান্তটা না হলেই বোধহয় ভালো হত।’

অর্কদীপের পরিবার ও বিচারকদের দিকে আঙুল তুলছেন নেটিজেনরা, এই নিয়েই সবচেয়ে বেশি মর্মাহত সে। তিনি বলেন, ‘আপনি আমাকে বলছে বলুন কিন্তু বিচারকদের ছাড়া হচ্ছে না… ইমনদিকেও কটাক্ষ করা হচ্ছে, নীলাঞ্জনদাকেও নিয়েও কুরুচিকর মন্তব্য! অনুষ্কার মতো বাচ্চা মেয়েটাকেও আপনারা ছাড়ছেন না। আপনাদের হাতে স্মার্টফোন বা ইন্টারনেট রয়েছে, তাই বলতেই পারেন। তবে আপনারা আমার বাবা-মা কিংবা অন্য কাউকে কুরুচিকর মন্তব্য করতে পারেন না। সেটা করে আপনারা নিজেদেরকেই ছোট করছেন।’

সবশেষে নিজের কাজ নিয়ে বললেন তিনি। ইন্ডিপেনডেন্ট মিউজিক নিয়ে বহুদিন ধরে কাজ করে চলেছেন অর্কদীপ। সারেগামাপা-তে অংশ নেওয়ার অনেক আগে থেকেই দেশের নানান প্ল্যাটফর্মে পারফর্ম করেছেন ‘ফোক ডায়েরিজ’ ব্যান্ডের এই সদস্য। তার ঝুলিতে রয়েছে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও, সে কথাও মনে করিয়ে দেন অর্কদীপ। জানান, সারেগাপামা-র অংশ হওয়ার আগে থেকেই তিনি লড়াই করে যাচ্ছেন, যা আগামিদিনেও থাকবে। তিনি জানান, জীবনের লড়াইয়ে জয়ী হতে চান তিনি, এরজন্য সকলের কাছে অর্শীবাদ প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

অর্কদীপ মিশ্র সারেগামাপা সারেগামাপা চ্যাম্পিয়ন

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর