ঈদেই মুক্তি পাচ্ছে সালমানের ‘রাধে’
২১ এপ্রিল ২০২১ ১৭:৩০
‘রাধে’ হয়েই বক্স অফিসে ফিরছেন বলিউডের ভাইজান সালমান খান। এই ইদে অর্থাৎ ১৩ মে থিয়েটারে মুক্তি পাচ্ছে সলমনের বহু প্রতীক্ষীত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খান ফিল্মস-এর পক্ষ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে যে, সরকারি সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ভিউ পরিষেবা প্রদানের মাধ্যমে জি ফাইভ, জি প্লেক্সের পাশাপাশি, ডিটিএইচ অপারেটর্স ডিশ, ডি ২ এইচ, টাটাস্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভিতে মুক্তি পাবে এই ছবি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মুক্তি পাবে ছবির ট্রেলার।
ভারতে করোনার গ্রাফ বেশ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রাধের নির্মাতারা থিয়েটারে মুক্তির পাশাপাশি, বড়িতে বসে দেখার চিন্তাভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমকে সালমান খান ফিল্মসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বর্তমান মহামারী পরিস্থিতি চলাকালীন আমরা সকলে একত্রিত হয়ে এবং সিনেমা শিল্পের জন্য বাইরের পরিস্থতির কথা মাথায় রেখেছি, তেমনি বক্স অফিসের সমাধানের বিবেচনা করা জরুরি।’
The perfect Eid celebration!💥 #Radhe: Your Most Wanted Bhai, releasing simultaneously on multiple platforms worldwide.#RadheThisEid
@BeingSalmanKhan @bindasbhidu @DishPatani @RandeepHooda @PDdancing @ZeeStudios_ @SohailKhan @atulreellife @reellifeprodn @ZeeMusicCompany pic.twitter.com/TzD3s3eLDi— Salman Khan Films (@SKFilmsOfficial) April 21, 2021
তিনি আরো জানিয়েছেন, ‘সরকারি বিধি ও প্রোটোকল মেনে আমরা যতটা সম্ভব প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের পাশে থাকতে চাই। তবে, নির্দেশিকা এবং সুরক্ষা ব্যবস্থাগুলো বিবেচনা করে, আমাদের ছবি দর্শকদের কাছে পৌঁছেছে কিনা, তা নিশ্চিত করার জন্য আমাদেরও উপায়গুলো তৈরি করতে হবে। আমরা এই সময় দর্শকদের বাড়িতে তাদের আরামের এবং বিনোদনের বিষয়টি নজরে রেখেছি।’
প্রসঙ্গত, গেল ১৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাধে’র নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে সালমান লিখেছিলেন, ‘ঈদের কমিটমেন্ট করেছিলাম। ঈদেই আসব, কারণ একবার যদি আমি কমিটমেন্ট করে দিই…’। বাকি কথা পূরণ করার দায়িত্ব অনুরাগীদেরই দিয়েছেন সালমান।
বিগত কয়েক বছর ধরেই ঈদ মানেই সালমানের ছবি মুক্তি। যদিও ২০২০ সালে তা সম্ভব হয়নি করোনা মহামারির কারণে। অবশ্য সেই সময়ই ভাইজান কথা দিয়েছিলেন, ২০২১ সালের ঈদে বক্স অফিসে স্বমহিমায় ফিরবেন তিনি। সেই কথা রাখলেন। আবারও জানিয়ে দিলেন ‘রাধে’র মুক্তির তারিখ।
করোনাকালে বেশিরভাগ সময় নিজের পানভেলের ফার্ম হাউসে কাটিয়েছিলেন সালমান। মুম্বাই ফিরে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর শুটিং শুরু করেছিলেন। তার পাশাপাশিই চালিয়ে যাচ্ছিলেন ‘রাধে’র কাজ। মুম্বাই সংলগ্ন কারজাত এলাকার এন ডি স্টুডিওজে সুরক্ষা বিধি মেনেই হয় শুটিং। করোনা পরীক্ষা করেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন কলাকুশলী এবং অভিনেতা-অভিনেত্রীরা। প্রভু দেবার পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান। সঙ্গে রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ।
ঈদ উল ফিতর ঈদের সিনেমা রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সালমান খান সালমান খানের রাধে