Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইটেল পোস্টারে নিশ্চিত হলো আরিফিন শুভই রাফির ‘নূর’

আহমেদ জামান শিমুল
২৭ এপ্রিল ২০২১ ২১:০৩

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে সারাবাংলা বলেছিল রায়হান রাফির নতুন ছবি ‘নূর’-এ আরিফিন শুভ থাকছেন। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির টাইটেল পোস্টার প্রকাশ করেছেন রাফি। সেখানে দেখা গিয়েছে আরিফিন শুভই হচ্ছেন রায়হান রাফির ‘নূর’।

আরিফিন শুভর সঙ্গে এ ছবি নিয়ে অনেক আগে কথা হয়েছিল রাফির। প্রথমে তার সঙ্গে ‘পরান’ ছবি নিয়ে কথা হয়েছিল রাফির। কিন্তু শুভর শিডিউল ফাঁকা না থাকায় তখন তাকে নিয়ে ছবিটি করা হয়নি। ‘পরান’-এর গল্প শোনানোর সময় রাফি শুভকে ‘নূর’-এর গল্পও শোনান। তখন শুভ রাফিকে জানিয়েছিলেন, নূরের গল্প তার পছন্দ হয়েছে। রাফি যদি এ গল্পে কখনো ছবি নির্মাণ করেন তাহলে তিনি ছবিটি করতে চান।

বিজ্ঞাপন

রাফি বলেন, ‘পরবর্তীতে কয়েক মাস আগে শুভ ভাইয়ের সঙ্গে নূর নিয়ে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়। তবে বেশ কিছু কারণে আমরা শুটিং শুরু করতে পারিনি।’

পোস্টারে ইসলামিক কেলোগ্রাফিক ফন্টে শুধু ছবির লোগো দেওয়া হয়েছে। লোগোর উপরে লেখা, ‘আরিফিন শুভ অ্যাজ নূর’। তাহলে বুঝাই যাচ্ছে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন শুভ। পোস্টারটির ক্যানভাস জুড়ে বেশ কিছু ক্ষত চিহ্নও রয়েছে।

ছবিটির টাইটেল লেগোতে যেহেতু ইসলামিক কেলোগ্রাফির ছাপ রয়েছে তাই এর গল্পে ধর্মীয় কিছু ব্যাপার থাকছে বলে জানালেন রাফি। তবে ছবিতে ‘জঙ্গীবাদ’ নিয়ে কিছু থাকছে না বলে দাবি রাফির।

‘এ ছবিতে আমি মফস্বলের একটি নিখাঁত প্রেমের গল্প বলতে চাই। এর বেশি গল্পের ব্যাপারে এখন প্রকাশ করতে চাই না’— বলেন রাফি।

সম্প্রতি রায়হান রাফি মাহিয়া মাহিকে নিয়ে বেশ কিছু কাজ করেছেন। আবার মিমের সঙ্গেও তার দুটি ছবি হয়েছে। শোনা যাচ্ছে এ দুজনের মধ্যে কেউ একজন থাকছেন আরিফিন শুভর বিপরীতে। তবে এ ব্যাপারে কৌশলী উত্তর রাফির, ‘এ দুজন যেমন থাকতে পারে, তেমনি নুসরাত ফারিয়াও থাকতে পারে। আবার অন্য কেউও থাকতে পারে। আমরা সপ্তাহ খানেক পর নায়িকাসহ অন্যান্য চরিত্রে কারা থাকছেন তা জানাতে পারবো।’

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ আরিফিন শুভর নতুন খবর কি রাফির ‘নূর’?

এদিকে আরিফিন শুভ জানালেন, ‘নূর’-এ এমন একটি চরিত্রে তাকে দেখা যাবে যা আগে কখনই তিনি করেননি। এ ছবিটি নিয়ে রাফির সঙ্গে তার কথা চূড়ান্ত হয়েছিল সাত মাস আগে।

শুভ বলেন, ‘কথা চূড়ান্ত হওয়ার পর কোভিড পরিস্থিতির কারণে আমরা শুটিং শুরু করতে পারছিলাম না। এরপর আবার নিজের কোভিড হলো, আমি বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ে মুম্বাই চলে গেলাম। সেখান থেকে ভারত অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছি কিছুদিন আগে। এখন বাকি শুটিং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। মাঝের সময়টায় আমরা নূরের শুট করবো।’

রাফির মত শুভও জানালেন ছবিটিতে ধর্মীয় কিছু ব্যাপার থাকছে। তবে কী তা ছবি মুক্তির আগে জানাতে চান না শুভ।

ছবির শুটিং হবে ঢাকার বাইরে এ ঈদের পর পরই। শুভ বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যে আমরা শুটিং করবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে নিরাপদে শুটিং করতে পারি।’

‘নূর’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। আগামী বছর নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ নূর রায়হান রাফি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর