Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেলবটম’ ওটিটিতে মুক্তির চিন্তা করা হচ্ছে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ এপ্রিল ২০২১ ১৭:১৫

বলিউডের বড় বড় ছবিগুলো একের পর এক ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দিচ্ছে। করোনাভাইরাসের প্রকোপ এখনও না কমায় সিনেমা হলগুলো ভয়াবহ রকমের দর্শক খরায় ভুগছে। যার ফলে অধিকাংশ প্রযোজক পরিচালক তাদের বিনিয়োগ তুলে আনতে ওটির ধারস্থ হচ্ছেন। তবে এর ব্যতিক্রম ছিল অক্ষয়ের ‘বেলবটম’।

গত বছর করোনার প্রকোপ বাড়ার পর থেকে বহুবার ‘বেলবটম’-এর প্রযোজক নিক্কিল আদভানীর প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্টের কাছে ওটিটিতে মুক্তির প্রস্তাব এসেছিল। কিন্তু তারা বরাবরই এর সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ওটিটিতে মুক্তির ব্যাপারে তার গলার স্বর কিছুটা নরম হয়েছে।

বিজ্ঞাপন

‘বেলবটম’ আগামী ২৮ মে সিনেমা হলে মুক্তির ঘোষণা দিয়ে রাখা হয়েছে। কিন্তু ভারতে এ মুহুর্তে সারা পৃথিবীর মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে নাজুক। যার ফলে ওই সময় নাগাদ সিনেমা হলে দর্শক আসবেন কিনা তা নিয়ে নিক্কিল অনেকটাই সন্দিহান।

তাই সাম্প্রতিক সময়ে তিনি ছবিটি ‘ডিজনি প্লাস হটস্টার’-এর কাছে ডিজিটাল প্রিমিয়ারের জন্য বিক্রি করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে নিক্কিল বলেন, ‘এটা আমাদের বিবেচনায় রয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পূজা এন্টারটেইনমেন্টের সকলে মিলে বসে নিবে।’

মজার ব্যাপার ‘বেলবটম’ যদি শেষ পর্যন্ত ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয় তাহলে এটি হবে ওটিটি প্ল্যাটফর্মটিতে অক্ষয়ের দ্বিতীয় কোন ছবির প্রিমিয়ার। গত বছরের নভেম্বরে অক্ষয়ের ‘লক্ষ্মী’ প্ল্যাটফর্মটিতে মুক্তি পেয়েছিল।

সারাবাংলা/এজেডএস

অক্ষয় কুমার বেলবটম

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর