Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিটিভিতে ঈদ আয়োজনে ‘স্বপ্নজাল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২১ ১২:২৭

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। প্রথম ছবি ‘মনপুরা’র ৯ বছর পর ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। দর্শকপ্রিয় ছবিটি এবার দেখা যাবে জিটিভির ঈদ আয়োজনে।

ঈদের তৃতীয় দিন (১৬ মে) দুপুর ২টা ৩০ মিনিটে ছবিটি দেখা যাবে জিটিভিতে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি ও ইয়াশ রোহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের ও শিল্পী সরকার অপু।

ছবির শুটিং শুরু হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। এর অধিকাংশ শুটিং হয়েছিল চাঁদপুরে।

গিয়াসউদ্দিন সেলিম এরপর নির্মাণ করেছেন ‘পাপ পূর্ণ্য’। ছবিটি করোনার কারণে প্রায় দুই বছর ধরে মুক্তি দিতে পারছেন না পরিচালক।

সারাবাংলা/এজেডএস

গিয়াসউদ্দিন সেলিম স্বপ্নজাল

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর