মীর সাব্বির ও তানজিকার ‘দহন’
১৬ মে ২০২১ ১৩:৪৫
স্বাধীন শাহের রচনায় বর্ণ নাথ নির্মাণ করেছেন ঈদের নাটক ‘দহন’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন প্রমুখ। প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন ৬টায় মাছরাঙা টেলিভিশনে।
‘দহন’-এর গল্পে দেখা যাবে, এক অদ্ভুত সমীকরণের দোলাচলে দুলছে সাগর আর সুকৃতির জীবন। দুই বছর আগে পরিচয়, প্রেম এবং বিয়ে। সুকৃতির স্বপ্ন ছিলো তার নিজের একটা সাজানো গোছানো ফ্ল্যাট হবে। তাই বিয়ের পরপরই বাবার রেখে যাওয়া পেনশনের টাকা আর সাগরের জমানো টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলে। দু’জনের যৌথ মালিকানায় ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়।
সুখেই কাটছিলো তাদের সংসার। বিপত্তি ঘটে যখন থেকে সুকৃতি চাকরি করতে চায়। সুকৃতি একটি কোম্পানিতে চাকরির আবেদন করেছিলো। সেখান থেকে তার ডাক আসে। কিন্তু সাগর চায় না সুকৃতি চাকরি করুক। তার কথা হলো, সে যা আয় করে তাতে তাদের বেশ ভালোভাবে চলে যাবে। তাই সুকৃতির চাকরি করার দরকার নেই। আর সুকৃতির কথা হলো, সে পড়াশোনা করেছে, তার যোগ্যতা কাজে লাগাতে হবে।
এ নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। ক্রমান্বয়ে তাদের মধ্যে দুরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। একজন আরেকজনকে মুক্ত করে দিয়ে চলে যায়। কিন্তু ফ্ল্যাটটা থেকে যায়। দু’জনেই দু’জনকে ফ্ল্যাট উপহার দিয়ে যায়। এক বছর পর দু’জনেই ফ্ল্যাট দেখতে আসে। নিঃসঙ্গ ধুলোপড়া বাসা দেখে দু’জনেরই প্রশ্ন জাগে।
সারাবাংলা/এজেডএস