Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুশকার চোখে ক্যাটরিনাই সেরা


২৬ মে ২০২১ ২১:১৩

ক্যাটরিনা কাইফ- বলিউডের অন্যতম নরম এবং ভদ্র স্বভাবের অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে সহকর্মীদের নিয়ে কখনোই কোন বাজে মন্তব্য শোনা যায়নি তার মুখে। বরঞ্চ হামেশাই প্রশংসা করে গেছেন তিনি। পুরনো বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি বার বার বলেছেন, তিনি ইন্ডাস্ট্রির কোনো সহকর্মীর বিপক্ষে কখনো কথা বলতে পারেবেন না। এমনকি তিনি এমন মানুষই নন যে অন্যকে দুঃখ দিতে পারে। তাকে বলতে শোনা যায়, ‘অন্য কারো প্রশংসা না করে বা তাদের সম্পর্কে দুর্দান্ত কিছু বলা ছাড়া, আমি সত্যিই স্বাচ্ছন্দ্য বোধ করি না।’

বিজ্ঞাপন

ভোগ ইন্ডিয়া ফ্যাশন এডিটর অনিতা শ্রফ আদাজানিয়া ক্যাটরিনার কাছের বন্ধু। নেহা ধুপিয়ার সঙ্গে এক চ্যাট শো-তে তিনি জানিয়েছিলেন, ‘ও (ক্যাটরিনা) সত্যিই কারো ব্যাপারে কোনো কুমন্তব্য করতে পছন্দ করে না। এটাই সত্যি’। ক্যাটরিনার অপর ঘনিষ্ঠ বান্ধবী আনুশকা শর্মাও কফি উইথ করণের সঙ্গে এক চ্যাট শো-তে বলেছিলেন, ‘ওর ব্যাপারে যেটা আমার সবথেকে পছন্দ, ও অন্যের ব্যাপারে সমালোচনা করেনা।’

আগেও এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, সহ অভিনেত্রী হিসেবে ক্যাটরিনা তার খুব প্রিয়। তিনি বলেছিলেন, ‘ক্যাটরিনা সত্যিই সহকর্মী হিসেবে আমার কাছে সেরা। ওর সঙ্গে আমার সম্পর্কও দারুণ। ও ভাল মানুষ, ওর মধ্যে মিথ্যাচার নেই। কাজের মাধ্যমে ওর সঙ্গে ভাল সময় কাটিয়েছি (জব তাক হ্যায় জান)। আমি জানি ও আমার সান্নিধ্যেও খুশি হয়।’

আনুশকা শর্মা আনুশকার চোখে সেরা ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ বলিউড অভিনেত্রী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর