রহস্যে ভরপুর ধারাবাহিক ‘অদ্ভুতুড়ে বইঘর’
৮ জুন ২০২১ ১৩:০২
পারিবারিক ও শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত প্রতিনিয়ত নতুন নতুন নাটক, অনুষ্ঠান ও বাংলায় ভাষান্তরিত সিনেমা প্রচার করে চলেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে দুরন্ত’র অনুষ্ঠান সূচীতে যুক্ত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘর’।
গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ও শরীফুল হাসানের রচনায় নির্মিত নাটকটি প্রচারিত হবে বৃহস্পতিবার (১০ জুন) থেকে প্রতিদিন দুপর ২টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।
৩০ পর্বের এই নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে নিশ্চিন্তপুর নামক একটি শহরের রহস্যময় এক বইয়ের দোকান ঘিরে। শান্ত নিরিবিলি এক শহর নিশ্চিন্তপুর। হঠাৎ একদিন সেখানে কোথা থেকে এক বুড়ো এসে হাজির হলো। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসলো সে। এরপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকলো শহরের লোকজন। রহস্য সমাধানে নামল মামা-ভাগ্নের গোয়েন্দা দল। এভাবেই এগিয়ে যায় কাহিনী।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমীর আহমেদ মাসুম, নাজিয়া রিজভী সুবাহা, ধ্রুপদী দাস রঙ, রূপকথা বড়ুয়া, জাওয়াদ মাহরুশ জাবির, আয়মান আহনাফ আজান, আশীষ খন্দকার, এস এম মহসিন, হিন্দোল রায়, মোঃ আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, রাজিব সালেহীন, ইকবাল হোসেন ও সূচনা সিকদারসহ অনেকে।
সারাবাংলা/এজেডএস