Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই শুভ আর এই শুভ

আহমেদ জামান শিমুল
১১ জুন ২০২১ ১৫:৫৫

আরিফিন শুভ এ মুহুর্তে দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও জনপ্রিয় নায়ক। সম্প্রতি তাকে নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে অভিনয়ের জন্য মাত্র ‘এক টাকা’ পারিশ্রামিক নেওয়া নিয়ে। কিন্তু শুভর আজকের যে জনপ্রিয়তা কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তা একদিনে হয়নি। তার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন।

এ শতাব্দীর শুরুর দিকে গ্র্যাজুয়েশন শেষ করে মাত্র ২৫৭ টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছিলেন আরিফিন শুভ। এ গল্প সবার জানা। দিনের পর দিন দেশের মিডিয়াতে প্রতিষ্ঠার জন্য নানাভাবে সংগ্রাম করেছেন। তার শুরুটা ছিল র‍্যাম্প দিয়ে। সে সময়ে দেশের ছোট বড় অনেক ফ্যাশন হাউজের হয়ে শো করেছেন, মডেল হয়েছেন।

বিজ্ঞাপন

সেই সময়ের আরিফিন শুভর একটি প্রকাশ করেছেন ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। যে আগের সে শুভর সঙ্গে বর্তমানের শুভর বিশাল তফাত।

তিনি তার ফেসবুক আইডিতে আরিফিন শুভর সাম্প্রতিককালের একটি ছবি এবং পুরাতন একটি ছবি শেয়ার করে লিখেন, ‘কষ্ট করলে কেষ্ট মেলে। নীল রঙের পাঞ্জাবি পরা ছবিটি আরিফিন শুভ’র অনেক বছর আগে সানরাইজ প্লাজা,বিশ্বরঙ  শোরুম উদ্বোধনের দিন ফ্যাশন শো করার সময়।’

বিপ্লব সাহার সঙ্গে যোগাযোগ করা হলে সারাবাংলাকে জানান, ছবিটি ২০০৩ সালের একটি ফ্যাশন শো শেষে তোলা।

ছবিটি প্রকাশের পর নেটিজনরা বলছেন, মানুষ চেষ্টা করলে নিজেকে বদলাতে পারে, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ আরিফিন শুভ। ওই সময়ের ছবি দেখে কেউ হয়তো ধারণায় করতে পারবে না শুভ এত দূর আসতে পারবে। কিন্তু মানুষ চাইলে অনেক কিছুই পারে। শুভ তা করে দেখিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর