Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমণি সম্পর্কে সোহানের আপত্তিকর মন্তব্য , সমালোচনার ঝড়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জুন ২০২১ ১৪:০০

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান একাত্তর টিভির মধ্যরাতের অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’-এ চিত্রনায়িকা পরীমণি সম্পর্কে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। আর এ নিয়েই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অন্তর্জালে।

একাত্তর জার্নালের সোমবার (১৪ জুন) রাতের পর্বে পরীমণির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে ছিলেন সোহানুর রহমান সোহান, মিশা সওদাগর।

বিজ্ঞাপন

সেখানে এক পর্যায়ে সোহান বলেন, ‘পরীমণি অহরহ রাত ১২টার পর বের হন। এমন অপ্রীতিকর ঘটনা তিনি মাঝে মাঝেই ঘটান। পরীমণির জন্য এটা নরমাল বিষয়। কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস হয়েছে। এই সিরিয়াস ব্যাপার তার উচিত ছিল আমাদের জানানো। আমাদের জানালে ব্যবস্থা নিতাম। আমাদের কিছু জানায়নি। সে নিজে নিজেই প্রেস কনফারেন্স করেছে। আমরা যেহেতু জানি না তাই ব্যবস্থা নিতে পারিনি। তবে আমরা পরীমণির সঙ্গেই আছি।’

অনুষ্ঠানের উপস্থাপক মিথিলা ফারজানা সোহানের বক্তব্যের প্রতিবাদ জানান। অনুষ্ঠানের আরেক অতিথি ড. নাসির উদ্দিনও প্রতিবাদ জানান।

মিথিলা বলেন, ‘পরীমণি বলেছিলেন, নায়িকা হওয়ার কারণে মানুষ আমাদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখেন। আপনারা তো নিজেরাই তাকে অন্য চোখে দেখেন। তার সম্পর্কে ন্যূনতম শ্রদ্ধাটুকুও আপনাদের মাঝে নেই। আপনারাই যখন সম্মান দিতে জানেন না তখন বাইরের মানুষ কীভাবে সম্মান দেবে।’

ড. নাসির বলেন, ‘তাহলে ওনার বক্তব্য থেকে মানুষ কী বার্তা পাচ্ছে? জবাবে মিথিলা ফারজানা বলেন, ‘এই বার্তায় পাচ্ছে চলচ্চিত্রের মানুষ নিজেরাই নিজেদের সম্মান দিতে জানেন না।’

বিজ্ঞাপন

সোহানের এ ধরনের বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ফেসবুক গ্রুপ বাংলা চলচ্চিত্রের সদস্য রহমান মতি সোহানকে উদ্দেশ করে লিখেন, আরিফিন শুভ ওনার কাছে বেয়াদব, পরীও ভালো না। ওনার বক্তব্য অনুযায়ী উনি একা ভালো।

সৈয়দ মাকসুদুল আলম লিখেন, বেকার থাকতে থাকতে আর প্রযুক্তির সাথে মানায় নিতে না পারতে পারতে পাগল হয়ে যাচ্ছে সব।

সারাবাংলা/এজেডএস

একাত্তর জার্নাল পরীমণি সোহানুর রহমান সোহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর