মাইলস নিয়ে ধোঁয়াশা!
১২ ডিসেম্বর ২০১৭ ২০:১৬
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। বেশ কয়েক মাস ধরেই শিরোনামে আসছেন তারা। না, নতুন গান বা মিউজিক ভিডিও প্রকাশের খবর নয়। ব্যান্ডটি ভেঙে যাচ্ছে! এমন খবর শোনা যাচ্ছে গানের বাজারে। ব্যান্ডের ভোকাল এবং বেজ গিটারিস্ট শাফিন আহমেদ নাকি থাকবেন না মাইলসের সঙ্গে? এমন খবর প্রায়ই প্রকাশ হচ্ছে সংবাদ মাধ্যমেও। ব্যান্ডের শো-তেও পাওয়া যাচ্ছে এমন আভাস। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত এক কনসার্টে দেখা যায়নি শাফিনকে। বেজ গিটার বাজাতে দেখা গেছে পাভেল নামের এক গিটারিস্টকে। তাছাড়া, ফুয়াদ ফিচারিং ‘লেজেন্ড’ শিরোনামের গানে একাই গেয়েছেন শাফিন আহমেদ। এ ব্যাপারে পুরোপুরি মুখ খুলছে না মাইলসের কোনো সূত্র।
শাফিন আহমেদ কী মাইলস ছাড়ছেন? এমন প্রশ্নের উত্তরে শাফিন বলেন, ‘আমি মাইলস ছাড়ছি, এটা সম্পূর্ণ মিথ্যা খবর।’ তাইলে কী আপনি মাইলসে আছেন? ‘সেটিও বলার দরকার নেই।’ বলছেন শাফিন। তার এমন বক্তব্য বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার এই ব্যান্ড তারকা আরো বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত আমি বা আমাদের ব্যান্ড নেয়নি। মাইলস থেকে আমি সরে গেলে নিশ্চয়ই সবাইকে জানাবো।’
অন্যদিকে খবরটির আরো পরিস্কার করতে যোগাযোগ করা হয় মাইলসের লিড গিটারিস্ট এবং ভোকাল হামিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আগামী কয়েক দিনের মধ্যে ব্যান্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে বসার পর এই বিষয়ে মন্তব্য করবো।’ মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা দুই সদস্যের এমন মন্তব্যে মনে হচ্ছে, কিছু একটা ঘটে যাচ্ছে ভেতরে ভেতরে। কিন্তু কোনো পক্ষই স্বীকার করছেন না ব্যান্ডের প্রকৃত অবস্থান। তবে হামিন আহমেদ আশ্বাস দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্কার হবে মাইলস ভাঙবে না টিকে যাবে।
প্রসঙ্গত মাইলসের অভ্যন্তরে এ ধরনের টানাপোড়েন নতুন নয়। এর আগেও মাইলস ছেড়েছিলেন শাফিন আহমেদ।
সারাবাংলা/পিএ/পিএম