Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তিনদিন বৃষ্টিতে শুটিং!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ জুন ২০২১ ১৬:১৫

নাটকের নাম ‘হ্যালো, শুনছেন’। কে, কাকে, কোথায় এবং কোন পরিস্থিতিতে এভাবে ডাকছেন- সেটি এখনই স্পষ্ট করতে চাইছেন না সংশ্লিষ্টরা। তবে এটুকু জোর দিয়ে বলছেন, এটা একটা অদ্ভুত প্রেমের গল্প।

যে গল্পের নায়ক আফরান নিশো আর নায়িকা তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত ‘হ্যালো শুনছেন’ ঈদে প্রচার করা হবে। রাসয়াত রহমান জিকোর গল্পে এটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

নাটকটি সম্পর্কে নির্মাতার বয়ান, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।’

বিজ্ঞাপন

‘হ্যালো শুনছেন?’-এ নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর