Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সংগীতার ‘উপলব্ধি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ জুন ২০২১ ২১:০১

সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে ‘উপলব্ধি’ নামে একটি ওভিসি নির্মাণ করছেন চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সংগীতা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ও নাফিস আহমেদ।

নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি বগুড়ার একটি রেস্টুরেন্টে একজন হিন্দু তরুনীকে চিংড়ি মাছের সঙ্গে গরুর মাংস মিশিয়ে পরিবেশন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ওভিসি নির্মাণ করা হচ্ছে। ওভিসিতে একে অন্যের ধর্মকে সম্মান প্রদর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন কোরবানির ঈদে বগুড়ার ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা থেকে ঈদের পূর্বেই  ওভিসিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা হবে বলে সংগীতা জানান।

নওশাবা ও নাফিস ছাড়া ‘উপলব্ধি’তে অভিনয় করেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী, মুনমুন রিফাত ও আনন্দ কুটুম।

শনিবার (২৬ জুন) রাজধানীর ইস্কাটনে ‘উপলব্ধি’র শুটিং হয়েছে। এটি প্রযোজনা করেছে লন্ডন ভিত্তিক মানবতাবাদী সংগঠন বি হিউম্যাইন ফার্স্ট।

সারাবাংলা/এজেডএস

অপরাজিতা সংগীতা উপলব্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর