Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব মেহজাবীনের ‘শনির দশা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ জুন ২০২১ ১৬:০১

অপূর্ব ও মেহজাবীন— এ সময়ের টিভি নাটকের ব্যস্ত ও জনপ্রিয় জুটি। এ জুটি এবার অভিনয় করেছেন ‘শনির দশা’ শিরোনামের একটি নাটকে। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। এটি রচনা করেছেন রাজীব আহমেদ।

‘শনির দশা’ নাটকে সুমন ও শাওলী চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

‘শনির দশা’র গল্প প্রসঙ্গে নির্মাতা মহিম জানান, শাওলী আগেই বসে ছিলেন বাসে। পরে এসে পাশে বসেন সুমন। শাওলীর গন্তব্য চলে আসায় সে উঠে দাঁড়ায়। বিপত্তিটা তখনই হয়- শাওলীর জামা ছিঁড়ে যায়! কারণ, সুমন বসে ছিলেন শাওলীর জামার ওপর। শাওলী উত্তেজিত হয়ে নিজের ফোন বাসের সিটে রেখে নেমে পড়েন। মোবাইল ফেরত দিতে অপূর্ব যান শাওলীর কাছে। হস্তান্তরের ঠিক আগমুহূর্তে ছোঁ মেরে মোবাইলটি নিয়ে যায় ছিনতাইকারী!

মহিম বলেন, ‘এই যদি হয় গল্পের পরপর দুটো ঘটনা, স্বাভাবিক নিয়মেই শাওলী ধরে নেন সুমন তার জন্য কুফা। সুমন তার কাছে আসা মানেই শনির দশা ডেকে আনা! আমরা চেষ্টা করেছি এই শনি-কে বৃহস্পতিতে নিয়ে যেতে। এরজন্য দেখতে হবে কাজটি। এই করোনাকালে অনেক সীমাবদ্ধতার মধ্যদিয়ে কাজটি শেষ করেছি। আশা করছি ভালো কিছুই দাঁড়াবে।’

‘শনির দশা’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘শনির দশা’। সবগুলো কাজ ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউবসহ নানামাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্মে।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব মেহজাবীন শনির দশা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর