আবার পর্দায় হাজির হচ্ছেন ইরফান
৩ জুলাই ২০২১ ১৬:২০
২০২০ সালে বলিউডের মৃত্যুর প্রথম পথযাত্রি ইরফান খান। মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের অন্যতম সেরা এই অভিনেতা। ২৯ এপ্রিল মাত্র ৫৪ বছরে এ অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড থমকে যায়। বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি অনেকেই।
এর আগে, ২০১৮ সালের মার্চ মাসে জানিয়েছিলেন চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। কারণটি জানা গিয়েছিল অল্প কয়েকদিনেই। নিউরো এন্ডোক্রিন টিউমার বাসা বেঁধেছে ইরফান খানের শরীরে। চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে ছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাই ফিরেছিলেন। তারপর ২৯ এপ্রিল সব শেষ। কোলন ইনফেকশনই কাল হল। চলমান চিত্র হারাল প্রিয় এক অভিনেতাকে। এখনও সিনেপ্রেমীদের কাছে ইরফান খান মানেই অভিনয়ের উজ্জ্বল উদাহরণ। তবে তার অভিনয় দেখা এখনও বাকি দর্শকদের। অভিনয়ের মধ্যে দিয়ে ফের উঠে আসবেন ইরফান। আবার একবার ইরফানকে পর্দায় দেখতে পাবে দর্শক। ঘোষণা করেছেন ইরফান-পুত্র বাবিল স্বয়ং! ইরফানের মৃত্যুর এতদিন পর তার অদেখা কাজ দেখতে পাওয়ার সুযোগ পেয়ে খুশি অনুরাগীরাও।
ছবির নাম ‘দুবাই রিটার্ন’। বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পর বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রদর্শিত হচ্ছে। ভার্চুয়াল বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখতে পাবেন দর্শক। ইউটিউবেও রিলিজ করবে এই ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে এই খবরের ঘোষণা করেছেন ইরফান-পুত্র বাবিল। ছবির পোস্টারও শেয়ার করেছেন তিনি। প্রসঙ্গত, ২০০৫ সালেই তৈরি হয়েছিল ‘দুবাই রিটার্ন’। এরপর বিভিন্ন কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি। যদিও তৈরি হয়ে যাওয়ার পরপরই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে দেখানো হয়েছিল ইরফান অভিনীত এই ছবি।
‘দুবাই রিটার্নস’-এ এক ছোটখাটো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। তার চরিত্রের নাম আফতাব আংরেজ। অন্যদিকে প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার পরিবারও সমান খুশি এই খবরে। বাবাকে নতুনভাবে ফের একবার দেখতে পাবেন, ফিরে পাবেন বাবিল। উল্লেখ্য, বর্তমানে বাবার পেশাকেই নিজের পেশায় পরিণত করেছেন বাবিল। কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই।
সারাবাংলা/এএসজি