‘এন্ড্রু কিশোর ছিলো একজন আদর্শ শিল্পী’
৬ জুলাই ২০২১ ১৬:৫০
গত বছরের আজকের দিনে (৬ জুলাই) রাজশাহীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এন্ডু কিশোর। ‘প্লেব্যাক সম্রাট’খ্যাত এ শিল্পী রেখে গেছেন অসংখ্য কালজয়ী গান। সিনেমা, অডিওয়ের পাশাপাশি তিনি নিয়মিত গেয়েছেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে ছিলো তার ঘনিষ্ঠ বন্ধুত্বতা। সে বন্ধু এন্ডুর কিশোরকে নিয়ে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। যেখানে তিনি লিখেছেন, ‘এন্ড্রু কিশোর ছিলো একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ’।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে হানিফ সংকেত লিখেন, ‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি মানুষের সঙ্গেও প্রাণ খুলে মিশতে পারতো। সবসময় নিজের সুবিধার চাইতে অন্যের সুবিধার দিকেই দৃষ্টি ছিলো তাঁর বেশি। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি।’
‘কিশোর ছিলো ইত্যাদি’র প্রায় নিয়মিত সংগীত শিল্পী। কিশোর নেই মনে হলেই ভেতরটা হাহাকার করে উঠে। এন্ড্রু কিশোর ছিলো একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ। যার তুলনা সে নিজেই। কিশোর তাঁর গানের মাধ্যমেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু যেখানে থাকো ভালো থেকো। শান্তিতে থেকো।’
সারাবাংলা/এজেডএস