Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে মাহাতিম সাকিবের ‘ভালোবাসি বেশি আজকাল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুলাই ২০২১ ১৩:৩৮

ঈদ উপলক্ষে আসছে মাহাতিম সাকিবের নতুন গান ‘ভালোবাসি বেশি আজকাল’। প্রোটিউন’র ব্যানারে নির্মিত গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। একইসাথে এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে প্রোটিউন টিম।

এ গান সম্পর্কে গানের গীতিকার প্রসেনজিৎ ওঝা জানালেন, ‘এটা মূলত রোমান্টিক গান, শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করা হয়েছে। আর গানটিতে স্ক্রিনপ্লেতে আছে মিম মানতাসিম ও জুনায়েদ বাগদাদী। গানটির ভিডিও নির্মাণ করেছে দুর্জয় রাজু শামীম। ভিডিওটাও বেশ যত্নের সঙ্গেই করা হয়েছে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতাও পাবে।’

বিজ্ঞাপন

‘ভালোবাসি বেশি আজকাল’ গানটি বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রকাশিত হবে প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’-তে।

সারাবাংলা/এএসজি