Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগেই অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন ফারজানা চুমকি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুলাই ২০২১ ১৪:১৭

মিডিয়ার প্রিয়মুখ মডেল ও অভিনেত্রী ফারজানা চুমকি। অভিনয় জীবনের দীর্ঘ দুই দশকের পথচলায় কাজ করছেন বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রেও। একজন লাক্স তারকাভিনেত্রী হিসেবে মিডিয়াতে চুমকির পথচলা শুরু। আর এরপর তিনি নিজেকে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র সাথে সম্পৃক্ত করেন। দর্শকনন্দিত মিষ্টি হাসির এই অভিনেত্রী ঈদের আগেই আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন।

এরইমধ্যে চুমকি আগামী ঈদের জন্য দুটি ঈদের নাটকের কাজ শেষ করেছেন। একটি দীপু হাজরার পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মোঘল ফেমেলি’ এবং অন্যটি নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি একক নাটক। সাত পর্বের ধারাবাহিকটিতে তারসঙ্গে আরো আছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আরফান আহমেদ। একক নাটকে চুমকির সঙ্গে আরো আছেন মাজনুন মিজান ও সাবিলা নূর। এই দু’টি নাটক ছাড়াও আরো বেশ কয়েকটি নাটকে কাজ করার প্রস্তাব ছিলো। তবে চুমকি জানান গল্প ভালো না লাগায় সেখানে কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছেন।

বিজ্ঞাপন

এদিকে চুমকি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ও মুরাদ পারভেজ’র পরিচালনায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়াও চুমকি তানভীর হোসেন প্রবালের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘এই মুহুর্তে অভিনয় করার জন্য নিয়মিত বেশ কিছু স্ক্রিপ্ট আসছে আমার কাছে। স্ক্রিপ্ট ভালোলাগলে এবং সর্বোপরি আমার চরিত্রটি যদি ভালোলাগে আমি কাজ করার চেষ্টা করছি। যদিও করোনার এই ক্রান্তিকালে ভয়তো কাজ করেই মনের ভেতর। কারণ আমার দুই ছেলে রয়েছে। তাদের দিকটাও ভাবতে হয়। এরইমধ্যে দীপু হাজরা, নেয়ামুলের কাজ করেছি। খুউব চমৎকার গল্পের নাটক। শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের নির্দেশনায় এর আগে বিজ্ঞাপনে কাজ করেছি। নাটকে এবারই প্রথম কাজ করছি। তারিক ভাই এতো নিখুঁতভাবে চরিত্রানুযায়ী অভিনয় বের করে নিয়ে আসেন যে, সত্যি তার নির্দেশনায় মুগ্ধ হয়েছি। তার প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক অনেক বেড়ে গেলো। গুলশান এভিনিউ টু প্রচারের অপেক্ষায় আমি।’

বিজ্ঞাপন

এদিকে চুমকি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পাপ পূণ্য’ গেলো বছরই মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। চলতি বছরেও সিনেমাটি মুক্তি পাবে কী না তার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ‘পাপ পূণ্য’তে নিজের চরিত্রে অভিনয় করে ভীষণ মুগ্ধ তিনি। চুমকি ভক্তরাও তাকে বড় পর্দায় দেখার ভীষণ অপেক্ষায় রয়েছেন।

সারাবাংলা/এএসজি

অভিনেত্রী পাপ-পূণ্য ফারজানা চুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর