Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনব্যাপী ঈদ আয়োজনে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৪:৪৩

ঈদ মানেই টিভি পর্দায় বর্ণাঢ্য আয়োজন। আর এবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনব্যাপী সাজিয়েছে তাদের অনুষ্ঠানের ডালি। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন।

এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো হচ্ছে ঈদের আগের দিন সন্ধ্যা ৬টায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ঘরোয়া’, রাত ৯টায় ‘হারানো দিনের গান’ এবং রাত সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘পাহাড়িয়া মন’।

বিজ্ঞাপন

ঈদের দিন দুপুর সাড়ে ১২টায় অটিজম শিশুদের নিয়ে অনুষ্ঠান ‘আমাদের সন্তান’, দুপুর ১টায় আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘আঞ্চলিকা’, বিকাল ৪টায় শিশুতোষ ম্যাগাজিন, বিকাল ৫টায় টেলিফিল্ম ‘দিগন্তের নিমন্ত্রনে’, সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীতানুষ্ঠান ‘ফোক টিউন’, সন্ধ্যা সাড়ে ৭টায় রম্য নাটিকা, রাত সাড়ে ৮টায় আর্কাইভ থেকে ‘শ্যাম সুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ’-এর গান, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ উৎসব’, রাত সাড়ে ১০টায় নৃত্যানুষ্ঠান ‘ফুলের কানে ভ্রমর এসে’ এবং রাত ১১টায় দ্বৈত সংগীতের অনুষ্ঠান ‘স্পন্দন’।

ঈদের ২য় দিন দুপুর সাড়ে ১২টায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’, বিকাল ৪টায় সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’, বিকাল সাড়ে ৪টায় শিশুতোষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে আনন্দে’, বিকাল ৫টায় ‘হারানো দিনের গান’, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কাওয়ালী সন্ধ্যা’ রাত ৯টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা বিভাগের প্রযোজনায় সংবাদ পাঠক-পাঠিকাদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ব্রেকিং নিউজ’ এবং রাত ১১টায় মিউজিক্যাল শো ‘গ্র্যান্ড স্টুডিও’।

বিজ্ঞাপন

ঈদের ৩য় দিন বিকাল সাড়ে ৪টায় সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’, সন্ধ্যা ৬টায় ‘রান্নার সাতকাহন’, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’, রাত ১০টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যানন্দ’ এবং রাত ১১টায় চলচ্চিত্রের গান নিয়ে ‘রূপালী ফিতায় গান’।

ঈদের ৪র্থ দিন সকাল সাড়ে ৯টায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’, বিকাল সাড়ে ৪টায় সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কাওয়ালী সন্ধ্যা’, সন্ধ্যা সাড়ে ৭টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘পাহাড়িয়া মন’, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’, রাত ১০টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যানন্দ’, এবং রাত ১১টায় মিউজিক্যাল শো ‘গ্র্যান্ড স্টুডিও’।

ঈদের ৫ম দিন বিকাল সাড়ে ৪টায় সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’, বিকাল সাড়ে ৫টায় চলচ্চিত্রের গান নিয়ে ‘রূপালী ফিতায় গান’, সন্ধ্যা ৬টায় আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘আঞ্চলিকা’, সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বৈত সংগীতের অনুষ্ঠান ‘স্পন্দন’, রাত ১০টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যানন্দ’ এবং রাত ১১টায় আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘চুপ্পে চুপ্পে’।

ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় চলচ্চিত্রের গান নিয়ে ‘ছায়াছন্দ’ এবং রাত সাড়ে ১০টায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘ব্যান্ড শো’।

ঈদের এই বর্ণাঢ্য আয়োজন প্রসঙ্গে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য জানান, ‘দর্শকদের চাহিদা অনুযায়ী প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা’র অনুষ্ঠান সাজানো হয়েছে।’ ৭ দিনব্যাপী মনোমুগ্ধকর নানা আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এএসজি

ঈদ আয়োজন ২০২১ বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর