Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐতিহ্যবাহী বাংলার রান্না’ নিয়ে জিটিভিতে শারমিন লাকি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৮:৪২

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপকদের মধ্যে অন্যতম শারমিন লাকি। সিদ্দিকা কবীরস রেসিপি’র মধ্যদিয়ে যাত্রা শুরু করে এ দেশের উপস্থাপনা শিল্পকে যিনি নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। সবার প্রিয় ‘সুহাসিনী’কে আবার দেখা যাবে রান্নার অনুষ্ঠানে। এই ঈদে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী কিছু খাবার নিয়ে শারমিন লাকি হাজির হবেন জিটিভির পর্দায়। বাংলার রান্না ঘরে নিজেদের মতো করে জায়গা করে নেওয়া, আর আমাদের ঐতিহ্যের সাথে মিশে যাওয়া রান্নাগুলোকেই তুলে ধরবেন ‘পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্না’ অনুষ্ঠানে।

ঈদের দিন থেকে রাত ৭টা ৩০ মিনিটে জিটিভির পর্দায় ‘পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্না’ অনুষ্ঠানে শারমিন লাকির সঙ্গে রান্নার যাদু দেখাতে থাকছেন টনি খান, কল্পনা রহমান, নাজমা হুদা, মোঃ গরিব বাবুর্চি, শেফ তোজাম্মেল হক তারেক, নাফিজ ইসলাম লিপি ও শাহনাজ ইসলাম।

বিজ্ঞাপন

জাহিদ মাহমুদ-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের কারণে ঈদের তৃতীয়, পঞ্চম ও সপ্তম দিন অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর