Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ূনের মৃত্যুবার্ষিকীতে ‘দেবী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২১ ১৫:৫৩

নন্দিত লেখক, নির্মাতা হূমায়ূন আহমেদ চার দশক ধরে দশক ধরে বহুমাত্রিক সৃষ্টিশীলতায় আচ্ছন্ন করে রেখেছেন কোটি বাঙালিকে। উপন্যাস, ছোট গল্প, নাটক, চলচ্চিত্র, গান— শিল্পের প্রায় প্রতিটা সেক্টরে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। মহান এ শিল্পী ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১২ সালে আমেরিকায় মারা যান।

তার নবম মৃত্যুবার্ষিকী সোমবার (১৯ জুলাই)। সৃষ্টিশীল এ মানুষটির মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে যাচ্ছে জিটিভি।

দেশের জনপ্রিয় চ্যানেল জিটিভি তাদের দুপুরের ছায়াছবি আয়োজনে সোমবার প্রচার করবে চলচ্চিত্র ‘দেবী’।

হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি মিসির আলীকে নিয়ে অনম বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘দেবী’। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। রানু চরিত্রে জয়া আহসান। এছাড়া ছিলেন শবনম ফারিয়া।

সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রযোজক হিসেবে ছিলো জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা।

২০১৮ সালের ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পায়। দেশের অভিজাত সিনেমা হলগুলোতে ছবিটি দেখতে দর্শকদের ভিড় নেমেছিলো। ছবিটি বাচসাস পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পায়।

সারাবাংলা/এজেডএস

জিটিভি দেবী হুমায়ূন আহমেদ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর