Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমের প্রেম ভালোবাসার গল্প ‘লাশ ঘর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৪:২০

হাসপাতালগুলোর লাশ কাটা ঘর নিয়ে অদ্ভূত অদ্ভূত সব গল্প শোনা যায়। যার বেশির ভাগের সঙ্গেই জড়িয়ে থাকে ডোমরা। এমনই এক অদ্ভূত গল্প নিয়ে ফয়েজ আহমেদ রেজা নির্মাণ করেছেন ঈদের নাটক ‘লাশ ঘর’।

নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, সানজানা সরকার রিয়া, ইকবাল হোসেন ও মুশফিকুর শুভ। চিত্রগ্রহণে ছিলেন বিএম নাজমুল।

এর গল্প গড়ে উঠেছে একজন ডোমের প্রেম ভালোবাসা নিয়ে। তাকে ও একটি মেয়েকে কেন্দ্র করে অদ্ভূত সব কান্ড কারখানা ঘটতে থাকে। ঈদুল আযহা উপলক্ষে নাটকটি মুক্তি পাবে সঙ্গীত প্রযোজনা সংস্থা লেজার ভিশন।

বিজ্ঞাপন

এ নাটকটির পাশাপশি আরো কিছু নাটক ও মিউজিক ভিডিও লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর