Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্নো ছবি তৈরির অভিযোগে গ্রেফতার শিল্পা শেঠির স্বামী রাজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ জুলাই ২০২১ ১৩:০৮

পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। সোমবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার সাথে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুম্বাই পুলিশ সুত্রে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

ভারতীয় গণমাধ্যমে মুম্বাই পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

উল্লেখ্য এর আগে এই মামলায় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। যিনি নিজের বয়ানে দাবি করেছেন যে, তিনি কুন্দ্রার সংস্থায় কাজ করতেন। ওই পুলিশ কররকর্তা জানিয়েছেন, মুম্বাইয়ের ভাসিতে থাকেন কামাত। গত ৬ ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া এক মডেল এবং অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কামাতের নাম উঠে এসেছিল। ব্রিটেনের একটি সংস্থায় সমন্বয়কারী হিসেবে কাজ করতেন কামাত। যিনি ওই মডেলের থেকে অশ্লীল ভিডিও নিতেন। সেগুলি পাঠিয়ে দিতেন ওই ব্রিটেনের সংস্থার কাছে। তারপর সেই ভিডিওগুলি পর্নোগ্রাফির সাইটে আপলোড করা হত।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর