ঈদেরদিন ‘বাংলাভিশন’-এ ৬ নাটক, ৪ ধারাবাহিক ও ১ টেলিফিল্ম
২০ জুলাই ২০২১ ১৯:২১
দর্শকদের কথা মাথায় রেখে ঈদের অনুষ্ঠান সাজিয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বাংলাভিশন’। এবার ঈদে অসংখ্য বিশেষ নাটক, টেলিফিল্ম ও ৭ পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এই চ্যানেলটি। এর মধ্যে ঈদের দিন প্রচারিত হবে ৬টি নাটক, ৪টি ধারাবাহিক ও ১টি টেলিফিল্ম।
ঈদের দিন (বুধবার) সকাল ১০টা ৫ মিনিটে শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত বাংলা চলচ্চিত্র ‘এক মন এক প্রাণ’। বেলা ২টা ১০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘জবাই’। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, চাষী আলম, রোকেয়া জাহান চমক, তানিয়া বৃষ্টিসহ আরো অনেকে।
বিকেল সাড়ে ৪টায় ঈদ উপলক্ষে নির্মিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মোঘল ফেমিলি’ (পর্ব-১)। রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- দিপু হাজরা। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস ও আরো অনেকে।
বিকেল ৫টা ৫ মিনিটে বিশেষ নাটক ‘মজনু ভাই’। পরিচালনা- মিফতা, অভিনয়ে- তৌসিফ, ফারিন ও আরো অনেকে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঈদ উপলক্ষে নির্মিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাঁতাল’ (পর্ব-১)। আদিবাসী মিজান-এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- নাঈম, মারজুক রাসেল, তানহা, চমক, চাষী আলম, মনিরা মিঠু ও আরো অনেকে।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘পাপ্পু ওয়েট পিংকী’। রচনা ও পরিচালনা- ইমরাউল রাফাত। অভিনয়ে- জোভান, তিশা প্রমুখ। রাত ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘দূরত্ব বজায় রাখুন’। শৌর্য দীপ্ত সূর্যর রচনায় এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয়ে- জাহিদ হাসান, অপর্ণা ও আরো অনেকে।
রাত ৮টা ৪০ মিনিটে ঈদ উপলক্ষে নির্মিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ও পাখি তোর যন্ত্রণা’ (পর্ব-১)।বৃন্দাবন দাস-এর রচনা এবং সালাহ্উদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, সালাহ্উদ্দিন লাভলু, তানজিকা আমিন, নাইমা আলম মাহা, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, পারভেজ, কে এ আমিন ও আরো অনেকে।
রাত ৯টা ১০ মিনিটে বিশেষ নাটক ‘নানা বাড়ি’। রুবেল হাসান-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর ও আরো অনেকে। রাত ৯টা ৫৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফকির মজনু’ (পর্ব-১)। রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, সারিকা, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ, আহসান কবির, আল-আমিন, মতিউর রহমান, আব্দুল্লাহ রানা, সিলভিয়া ও আরো অনেকে।
রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘উধাও’। রচনা ও পরিচালনা- তাইফুর জাহান আশিক। অভিনয়ে- মোশাররফ করিম, সারিকা প্রমুখ। রাত ১১টা ৩৫ মিনিটে বিশেষ নাটক ‘ভয় করো না’। পরিচালনা- জাহিদ প্রিতম। অভিনয়ে- তৌসিফ, ইরফান সাজ্জাদ, তানহা ও আরো অনেকে।
সারাবাংলা/এএসজি