Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ হলো জুয়েল মোর্শেদ’র ‘হয়নি বলা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৭:২৮

এক কম্পোজারের প্রতি আরেক কম্পোজারের শ্রদ্ধা ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রকাশিত হলো নতুন গান ‘হয়নি বলা’। গানটি গতকাল ডেডলাইন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। জুয়েল মোর্শেদ একজন সঙ্গীত পরিচালক ও একজন সঙ্গীতশিল্পী। তাকে তার ভক্ত শ্রোতারা যেমন গায়ক হিসেবেও পেয়ে থাকেন, আবার একজন সঙ্গীত পরিচালক হিসেবেও পেয়ে থাকেন। সর্বশেষ নয় মাস আগে কনার সঙ্গে জুয়েল মোর্শেদের নতুন একটি গান প্রকাশিত হয়। নয় মাস পর নতুন একটি গান নিয়ে জুয়েল তার ভক্ত শ্রোতাদের মাঝে উপস্থিত হলেন।

বিজ্ঞাপন

সঙ্গীত পরিচালক জিসান খান শুভ’র কথা ও সুরে ‘হয়নি বলা’ গানটি গেয়েছেন জুয়েল মোর্শেদ। গানটির সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই একটু একটু করে জুয়েল মোর্শেদ নতুন এই গানটির জন্য সাড়া পেতে শুরু করেছেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ মজুমদার।

গানটি প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘আমি সাধারণত নিজের সুর সঙ্গীতেই গান গেয়ে থাকি। কিন্তু হয়নি বলা গানটি আমাদের এক কম্পোজারের প্রতি আরেক কম্পোজারের শ্রদ্ধা, ভালোবাসা থেকেই করা। আমাকে গানটি শুভ উপহার হিসেবে দিয়েছে। একটি সফট রোমান্টিক গান এটি। গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ। আমার বিশ্বাস সবারই গানটি ভালোলাগবে। আমি আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জিসান খান শুভর কাছে আমাকে ঈদে এমন একটি চমৎকার গান উপহার দেবার জন্য।’

জুয়েল ও কনা’র গাওয়া সর্বশেষ গানটি ছিলো ‘তুমি আমি’। এদিকে আসিফ আকবরের জন্য জুয়েল মোর্শেদ সর্বশেষ তারেক আনন্দ’র লেখা ‘প্রেম জল’ গানটির সুর সঙ্গীত করেছিলেন। জুয়েল মোর্শেদ’র গাওয়া প্রথম জনপ্রিয়তা গাওয়া গান ছিলো ‘কোথায় যাবি’। এতে তার সহশিল্পী ছিলেন কনা। গানের কথা ও সুর ছিলো জুয়েল মোর্শেদ’র। উল্লেখ্য জুয়েলের নতুন গান ‘হয়নি বলা’তে মডেল হিসেবে আছেন ফারিন খান ও তারেক জামান।

সারাবাংলা/এএসজি

জুয়েল মোর্শেদ প্রকাশ হলো জুয়েল মোর্শেদ’র ‘হয়নি বলা’

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর