Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিনা প্রকাশ করলেন দ্বিতীয় সন্তানের নাম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ আগস্ট ২০২১ ২১:৫৪

বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর এ ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। প্রায় ছয় মাস ধরে সবাই অপেক্ষা করছিলো তাদের সন্তানের নাম কি রাখা হয়েছে তা জানার জন্য। অবশেষে জানা গেলো তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছে জাহাঙ্গীর।

কেনো এ ছয় মাস ধরে নাম প্রকাশ করা হলো না? এর পিছনে কি কোনো কুসংস্কার কাজ করেছে? নাকি অন্য কিছু?

বলিউড হাঙ্গামা বলছে সাইফ ও কারিনা প্রথম সন্তান তৈমুর জন্মগ্রহণ করেছিলো ২০১৬ সালের ২০ ডিসেম্বর। নেটিজনদের বড় একটা অংশ সাবেক একজন স্বৈরশাসকের নামে নামকরণ করায় খুবই মর্মাহত হয়েছিলো। তারা সাইফ-কারিনার সমালোচনায় মেতে উঠেন। অবশ্য এ সমালোচনা থেমে গিয়েছিলো যখন তৈমুরের ছবি পাবলিকলি প্রকাশ করা হয়। আর এখন পাঁচ বছরে শিশুটি রীতিমত সেলিব্রিটি। ভারতীয় গণমাধ্যমগুলো তো পারলে তার প্রতি মুহুর্তের আপডেট দেয়।

তবে সবকিছুকে ছাপিয়ে কারিনা তার সন্তানের নাম প্রকাশ করেছেন। তার গর্ভাবস্থার বিভিন্ন ছবি নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। সে বইয়ের শেষ পাতায় তার দ্বিতীয় সন্তানের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে জাহাঙ্গীর। আর এতেই নেটিজনরা শুরু করেছেন নাম নিয়ে হৈ চৈ।

সারাবাংলা/এজেডএস

কারিনা কাপুর জাহাঙ্গীর সাইফ আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর