ঐশীর কন্ঠে ‘দামাল’-এর শীর্ষসঙ্গীত
১৪ আগস্ট ২০২১ ১৬:৩৯
ফাতিমা তুয যাহরা ঐশী, বাংলাদেশে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের কন্ঠ এবং গান পরিবেশনার দিক দিয়ে নিজের একটি আলাদা অবস্থান তৈরী করে নিয়েছেন। কিছু ব্যতিক্রম ঘরানার গান করার ক্ষেত্রে ঐশী’র কন্ঠটি অনেক সুরকার, গীতিকারের ভীষণ পছন্দ। এরইমধ্যে নিজের অসাধারণ গায়কীর কারণে ঐশী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরইমধ্যে ঐশী ‘দামাল’ সিনেমার শীর্ষ সঙ্গীতে কন্ঠ দিয়েছেন। শীর্ষ সঙ্গীতটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সঙ্গীত করেছেন আরাফাত মোহসীন নিধি।
শীর্ষ সঙ্গীতটিতে ঐশী’র সঙ্গে গেয়েছেন সাকিব চৌধুরী। ঐশী’র গায়কী প্রসঙ্গে সঙ্গীত পরিচালক নিধি বলেন, ‘এই গানে ঐশীকে নেয়ার কারণ হচ্ছে তার কন্ঠে একধরনের ক্ষমতা আছে, যা এই গানের জন্য খুব দরকার ছিলো। ঐশী এক কথায় দারুণ গেয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’
ঐশী বলেন, ‘দামাল সিনেমার শীর্ষ সঙ্গীতটি গাইতে পেরে আমার কাছে ভালোলেগেছে। গানের কথা যেমন দারুণ, ঠিক তেমনি গানের সুর সঙ্গীত আরো অসাধারণ। এই গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। আশা করছি আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে এবং দামাল’র মতো অন্যান্য সিনেমাগুলোও একে একে মুক্তি পাবে। তাতে আমাদের অনেকেরই গান প্রকাশ পাবে, যা দীর্ঘদিন আটকে আছে।’ ‘দামাল’ নির্মাণ করছেন রায়হান রাফি।
সারাবাংলা/এএসজি