Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত পর্বে ‘রঙ বেরঙের গল্প’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৬:৪৯

গল্প ভালবাসে সব শিশুরা। আর সেই গল্পগুলো যদি রঙ বেরঙের ছবির মধ্য দিয়ে চরিত্রায়ন করা হয় তাহলে তো কথাই নেই। শিশুদের এমন চাহিদার কথা ভেবেই দুরন্ত টিভি’র আয়োজন ‘রঙ বেরঙের গল্প’। এই অনুষ্ঠানটি সোমবার (৩০ আগস্ট) শততম পর্বে পদার্পন করতে চলেছে।

শিশুদের জন্য করা ছবি দিয়ে তৈরি বিভিন্ন গল্পের বই হতে নির্মাণ হয়েছে অনুষ্ঠান রঙ – বেরঙের গল্প। বই এর পাতার বিভিন্ন ছবির সাথে মিল রেখে বর্ণনা আর বাচিক অভিনয়ের মাধ্যমে গল্পের মত করে উপস্থাপন করা হয়েছে গল্পগুলো। ছবি ও গল্পের দারুণ এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন।

১০০ তম পর্বে অনুষ্ঠানটিতে দেখানো হবে তিনটি মজার গল্প ‘ম্যাজিক চকলেট’, ‘গাঁধার গল্প’ ও ‘মিনি ও তার বন্ধু’। ‘লাইট অফ হোপ’-এর বই থেকে নেয়া শিশুদের আঁকা ছবি থেকে তৈরি করা হয়েছে এই অনুষ্ঠানের পর্বটি।

বিজ্ঞাপন

পর্বটি প্রচারিত হবে সোমবার, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টায়।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর