Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে বাহারের দ্বিতীয় সিজন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৫

দীপ্ত টিভিতে একের পর এক তুর্কি সিরিয়াল বাংলায় ডাবিং করে প্রচারিত হচ্ছে। ধারাবাহিকতায় প্রচারিত হয়েছিলো ‘বাহার’। সিরিজটির প্রথম সিজন বেশ জনপ্রিয়তা পায়। এবার সিরিজটির দ্বিতীয় সিজন আসছে।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘বাহার’-এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হবে। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়।

বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না! এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সাথে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে!

বাহারের স্বপ্ন যাই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোন ম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোন নতুন ষড়যন্ত্রে! শিরিনের এই ষড়যন্ত্রে কি যোগ দেবে পিরিল আর সুয়াতরাও! নাকি শিরিনের চেয়েও ভয়ংকর থাবা নিয়ে সার্প আর বাহারদের তাড়িয়ে বেড়াবে কোন বিষাক্ত অতীত! জীবনের এই মঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী বা হারাবে আরিফ, জেইদা আর ইয়েলিযরা!

সিরিজটির বাংলা ডাবিংয়ে বিভিন্ন চরিত্রে ও কণ্ঠাভিনেতার তালিকা: বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর ), ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা)।

বিজ্ঞাপন

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।

সারাবাংলা/এজেডএস

দীপ্ত টিভি দ্বিতীয় সিজন বাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর