বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। এ দিনে তাকে স্মরণ করে সারাবাংলার পাঠকদের জন্য এ বিশেষ ফটো ফিচার।
প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই করেছিলেন বাজিমাত। আজও লাখো ভক্তের হৃদয়ে অম্লান সালমান শাহ্।
স্টাইল, লুক, ফ্যাশন- এখনও তাকে ছাড়াতে পারেনি তার পরবর্তী প্রজন্ম।
সালমানের সহজ-সরল চাহনি ঘায়েল করেছিলো লাখো তরুণীর হৃদয়।
হুট করে আসলেন, দেখলেন এবং জয় করলেন সালমান। তাই তো আজও চিরসবুজ সালমান।
তার চোখে ছিলো অসম্ভব মায়া!
তার অভিনয় ছিলো একদমই ন্যাচারাল।
কানে দুল অনেক নায়কই পরেন, কিন্তু তার মতো সবাইকে স্মার্ট লাগে না।
প্রিয়জনকে কেউ যেতে দিতে চান না। আবার কিছু মানুষ অকালেই হারিয়ে যান। সালমান শাহ্ তেমনই একজন।
ছবি কৃতজ্ঞতাঃ সালমান শাহ্ স্মৃতি সংসদ