আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৭
আনকাট সেন্সর ছাড়পত্র পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে ছবিটির প্রশংসা করে। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া ও মৌসুমী মিথিলা।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড মেম্বারদের অনেকেই ছবিটি দেখার পর আমাকে ফোন দিয়ে ছবিটির প্রশংসা করেছে।’
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘ছবিটি আমরা আজ দেখেছি। কোনো ধরনের আপত্তিকর কিছু পাইনি। তাই আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন প্রমিত রাফাত। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন এ আর আলম। সম্পাদনা করেছেন শহিদুল হক, আলোকচিত্রে রয়েছেন শাহ সুলতান। সাজ-সজ্জায় আছেন সেলিম মোহাম্মদ। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলিসহ আরও অনেকে।
সারাবাংলা/এজেডএস