১২ নভেম্বর আসছে ‘রেহানা মরিয়ম নূর’
২৭ অক্টোবর ২০২১ ১৯:০৮
বাংলাদেশ অস্কার কমিটির শর্ত মেনে নভেম্বর মাসেই মুক্তি পাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি নভেম্বরের ১২ তারিখ দর্শকরা সিনেমা হলে দেখতে পাবেন।
৯৪তম অস্কারে বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। কিন্তু নিয়ম অনুযায়ী ছবিটি সিনেমা হলে মুক্তি না পাওয়ায় নভেম্বর মাসের মধ্যে তা মুক্তির শর্ত দেয় বাংলাদেশ অস্কার কমিটি।
‘রেহানা মরিয়ম নূর’ ছবির গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্জাবিক্ষুব্ধ তার জীবন৷ এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়।এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচার খুঁজতে থাকেন।
ছবির চিত্রনাট্য লিখেছেন সাদ নিজেই। ছবিতে রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। ছবিতে আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া। নির্বাহী প্রযোজক এহসানুল হক। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তুমিজুল। সহ প্রযোজনা করেছে ‘সেন্সমেকারস প্রোডাকশন’।
সারাবাংলা/এজেডএস