Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবু-তারান্নুমের ‘মন করিলা চুরি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ১৭:১৫

আবারো দ্বৈত গানে কণ্ঠ দিলেন প্রবাসী কণ্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন। এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

‘মন করিলা চুরি’ শীর্ষক গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। সম্প্রতি শিল্পী তারান্নুম আফরীনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে।

গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়েছেন ফয়েজ ও তন্নী। গানটি প্রকাশের পর পরই বেশ ভালো সাড়া মিলছে বলে জানান শিল্পীরা।

ফজলুর রহমান বাবু বলেন, সুন্দর কথা-সুরের একটি গান। গাইতে বেশ ভালো লেগেছে।

তারান্নুম আফরীন বলেন, গানটি প্রকাশের পর থেকে অনেক প্রশংসা পেয়েছি। ইউটিউবের কমেন্টে বক্সেও ইতিবাচক মন্তব্য পেয়েছি। মানুষের এই ভালোবাসায় আমি মুগ্ধ। এটাই আসলে শিল্পী জীবনের বড় পাওয়া।

সারাবাংলা/এজেডএস

তারান্নুম আফরীন মন চুরি করিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর