বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা স্বামী মহিতুল ইসলাম আর নেই। তিনি শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর ৩ টা ১০ মিনিটে মারা যান। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত আনোয়ার সন্তান চিত্রনায়িকা মুক্তি।
মুক্তি বলেন, ‘আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।’
দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম ব্রেনের সমস্যায় ভুগছিলেন। অর্থ সংকটে পড়ায় ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দেন।
আনোয়ারা ষাট দশকে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে যুক্ত হন। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। গত ২০ বছর যাবত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এ পর্যন্ত গুণী এই অভিনেত্রী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।