Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভা হত্যার অভিযোগে স্বামী জায়েদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৪

ইভা হত্যার অভিযোগে গ্রেফতার জায়েদ

দিনাজপুর: জেলার ফুলবাড়ি উপজেলায় শ্বশুর বাড়িতে জোবাইয়া আক্তার ইভা নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে তার স্বামী জায়েদ হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) উপজেলার এলুয়ারি ইউনিয়নের সহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ি থানা পুলিশ। এর পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার জায়েদ হোসেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, ‘১ নভেম্বর স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে নির্মম নির্যাতনে শিক্ষার্থী ইভার মৃত্যু হয়- পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের ভিত্তিতে ধারা- ১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); একটি মামলা রুজু হয়েছে। সেই মামলার প্রধান আসামি ইভার স্বামী জায়েদ হোসেনকে আজ গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, নিহত জোবাইয়া আক্তার ইভা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সারাবাংলা/পিটিএম

ইভা গ্রেফতার স্বামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর