তিন দিনে তিন নাটক ও পনেরো সিনেমা
১৩ ডিসেম্বর ২০২১ ১৫:৫৭
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাগরিক টিভিতে রয়েছে তিনদিনের অয়োজন। এই তিনদিনে প্রচার হবে তিনটি নাটক ও ১৫টি সিনেমা।
নাটক তিনটির মধ্যে ১৪ ডিসেম্বর রাত ৯টায় রয়েছে মাহাবুব গনির গল্প অবলম্বনে ‘জননী জন্মভূমি’। অভিনয়ে সারিকা সাবরিন, সাব্বির আহমেদ, বিপ্লব প্রসাদসহ আরো অনেকে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা আশরাফী মিঠুর।
১৫ ডিসেম্বর রাত ৯টায় রয়েছে নাটক ‘গল্পটি তোমার আমার’। নবীন হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। অভিনয়ে রওনক হাসান, ফারজানা রিক্তাসহ আরও অনেকে।
১৬ ডিসেম্বর রাত ৯টায় প্রচার হবে ‘জয় বাংলা’। তারান্নুম আফরিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স খান। অভিনয়ে সজল, সাদিয়া জাহান প্রভাসহ আরও অনেকে।
এছাড়াও প্রচার হবে চলচ্চিত্র। ছবিগুলোর মধ্যে ১৪ ডিসেম্বর থাকছে জীবন থেকে নেয়া, মাতৃভুমি, সংগ্রাম, বীর সৈনিক ও হাঙ্গরনদী গ্রেনেড। ১৫ ডিসেম্বর প্রচার হবে মীর জাফর, বিদ্রোহী কন্যা, দেশপ্রেমিক, আমার জন্মভুমি, মেঘের অনেক রং। আর ১৬ ডিসেম্বর রয়েছে আলোর মিছিল, আমার দেশ আমার প্রেম, কামান্ডার, বিক্ষোভ, ওরা ১১জন।
এছাড়া মাসব্যাপী নাগরিক টিভি প্রচার করছে বিজয়ের নানা আয়োজন। ডিসেম্বরের প্রথম দিন থেকেই নাগরিক-এর প্রতিটি অনুষ্ঠানে ছিল বিজয়ের ছোঁয়া। মিউজিক ক্যাফে অনুষ্ঠানে ১৭ ডিসেম্বর গান পরিবশেন করবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী তিমির নন্দী। ১০ ডিসেম্বর গান পরিবেশন করেছেন শাহিন সামাদ। মিউজিক ক্যাফের মতো অন্যান্য অনুষ্ঠানেও মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য আয়োজন ছিল।
সারাবাংলা/এজেডএস