Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যানেল আই-এর ‘বিজয়ের ৫০’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১ ১৮:৩৯

বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযুদ্ধাদের অংশগ্রহণে চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী ‘বিজয়ের ৫০’। ১৫তম এ বিজয় মেলার প্রধান পৃষ্ঠাপোষক ছিল ঐক্য.কম.বিডি। ওইদিন সকাল ১১টা ০৫ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে ৫০টি পায়রা এবং ৫০টি লাল-সবুজ বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন পর্বে অংশ নেন বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযুদ্ধোরা, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহিরউদ্দিন মাহমুদ বাবু এবং চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রমুখ।

বিজ্ঞাপন

মেলায় দেশের গান করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। স্মৃতিচারণ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা ও অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনরা। শিল্পী মনিরুল ইসলামের নেতেৃত্বে মুক্তিযুদ্ধের চিত্রাংকন করেছেন একদল শিল্পী এবং ছোট পরিসরে বিভিন্ন পন্যসামগ্রী ও মুক্তিযুদ্ধের দলিল সম্বলিত স্টলও ছিল মেলায়। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে তাদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্যরা।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পর মুক্তিযুদ্ধ যাদুঘরকে বিশেষ সম্মাননা প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ। মেলায় কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, লায়লা হাসানসহ অনেকে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেছেন চ্যানেল আই সেরা কণ্ঠ, ক্ষুদে গানরাজ এবং বাংলার গানের শিল্পীরা। নৃত্য পরিবেশন করেছেন চ্যানেল আই সেরা নাচিয়েরা।

সারাবাংলা/এএসজি

চ্যানেল আই চ্যানেল আই-এর ‘বিজয়ের ৫০’ বিজয়ের ৫০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর