Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজার কণ্ঠে দেশের গান


১৪ ডিসেম্বর ২০১৭ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ছায়নট আয়োজন করতে যাচ্ছে হাজারো কণ্ঠে দেশের গান। আয়োজনে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছায়ানট-ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের তৃতীয় আয়োজন এটি।

বরাবরের মতো ১৬ই ডিসেম্বর বিকাল তিনটা পয়তাল্লিশ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সর্বসাধারণের অংশগ্রহণে গাওয়া হবে দেশের গান। মূল মঞ্চে আরো থাকবে নৃত্যগীতানুষ্ঠান।

এ আয়োজনের মাধ্যমে বাঙালির আদর্শ, দেশপ্রীতির উন্নয়ন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সংস্কৃতি চর্চায় প্রসার ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/টিএস

ছায়ানট হাজার কণ্ঠে দেশের গান