Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটফ্লিক্স দেখাবে ‘নিষিদ্ধ’ আনফ্রিডম


১০ এপ্রিল ২০১৮ ১৬:৪৫ | আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

স্বাভাবিকতার একটু বাইরে, প্রচলিত অর্থে যা বিতর্কিত এমন কিছু বক্তব্য প্রচারের অভিযোগ এনে ভারতে নিষিদ্ধ করা হয়েছিল ‘আনফ্রিডম’ ছবিটি। তিন বছর দেশে দেশে ঘুরে দর্শকদের ছবিটি দেখিয়েছেন পরিচালক রাজ অমিত কুমার। তবে নিজ দেশের দর্শকদের দেখাতে না পারার দুঃখটা ছিলো তার সবসময়।

সেই দুঃখ ঘুচানোর সুযোগ এবার পেয়ে গেছেন রাজ। কারণ অনলাইনে সিনেমা দেখানোর সাইট নেটফ্লিক্স ভারতের দর্শকদের জন্য মুক্ত করছে ছবিটি। মূলত রাজনৈতিক মতভেদ, ধর্মীয় গোড়ামি, নারীর প্রতি সহিংসতা ও সমকামি বিষয়গুলো তুলে ধরা হয়েছে আনফ্রিডম ছবিতে। ভারতীয় সেন্সর বোর্ড পরিচালকের এই সাহসী পদক্ষেপ সহজ ভাবে নেয়নি, তাই ছবিটির মুক্তিও আটকে দেয়া হয় সেসময়।

বিজ্ঞাপন

সিনেমা মুক্তি দিতে রাজ অমিত শুরুতে চেষ্টা করলেও পরে দমে যান। ছবিটি নিয়ে ঘুরে বেড়ান বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সেখানেই ছবিটি কিনে নিয়ে ভারতীয় দর্শকদের দেখার সুযোগ করে দেয় নেটফ্লিক্স। ২০১৪ সালে নির্মিত ‘আনফ্রিডম’ ছবিতে অভিনয় করেন, আদিল হুসেন, ভিক্টর ব্যানার্জী, সীমা রহমানি ও প্রীতি গুপ্তা।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর