বাঁশির রাগে শুরু হবে ছায়ানটের বর্ষবরণ
১০ এপ্রিল ২০১৮ ১৯:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আসছে আরও একটি নতুন বছর। ঐতিহ্য অনুযায়ী পহেলা বৈশাখে (১৪ এপ্রিল, শনিবার) ভোরের আলো ফুটতেই বাংলা নতুন বছর ১৪২৫-কে বরণ করে নেবে বাঙালী জাতি।
প্রতিবছরের মতো এবারও রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে প্রভাতি গানের অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টা ১০ মিনিটে। ছায়ানট এবার বর্ষবরণের ৫১তম আয়োজন করবে। বরাবরের মতো এবারেও বাঁশিতে ভোরের রাগালাপ দিয়ে সূচনা হবে উৎসবের।
সম্মেলকের গাইয়েসহ দেড়শতাধিক শিল্পীর অংশগ্রহণে দুই ঘণ্টার কিছু বেশি ব্যাপ্তিকালের অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ৮টায়। ১৬টি একক গান, ১২টি সম্মেলক গান, ২টি আবৃত্তি দিয়ে সাজানো অনুষ্ঠানের সমাপ্তি হবে ছায়ানট-সভাপতি সন্জীদা খাতুনের শুভেচ্ছা কথন দিয়ে। ১৩ এপ্রিল বিকাল ৩টায় বটমূলে থাকবে মঞ্চ মহড়া।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য বেসরকারি চ্যানেল। ছায়ানটের শিল্পী-কর্মীদের জন্য বটমূল সংলগ্ন জায়গাটি ছাড়া গোটা অঙ্গনই থাকবে সকলের জন্য উন্মুক্ত।
সারাবাংলা/টিএস