Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশি দর্শকদের জন্য মালায়লাম ছবি লুকা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১৫:৫৭

তরুণ প্রজন্মের মধ্যে ভারতের মালায়লাম ইন্ডাস্ট্রির প্রতি ঝোঁক বেড়েছে বহুদিন ধরে। ফেসবুকে মালায়লাম ছবি নিয়ে বাংলাদেশিদের বেশ কিছু গ্রুপও গড়ে উঠেছে। সে চাহিদার কথা মাথায় রেখে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘লুকা’। মালায়লাম ছবিটি বাংলায় ডাব করে মুক্তি দেওয়া হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ৮টা থেকে অরুণ বোস পরিচালিত ছবিটি দেখা যাবে।

বিজ্ঞাপন

দক্ষিণ ভারত কোচির ভীষণ মেধাবী স্ক্র্যাপ আর্টিস্ট লুকা আর নীহারিকা। একটি প্রদর্শনীতে তাদের পরিচয় হয় এবং এরপরই প্রেম হয়ে যায়। কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত মৃত্যুর পর সবকিছু বদলে যায়। এই ঘটনার তদন্তে নামে পুলিশ অফিসার আকবর। পর্দা সরতে থাকে অনেক রহস্যের ওপর থেকে।

২০১৯ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-ড্রামা ঘরানার ‘লুকা’তে অভিনয় করেছেন তোভিনো থমাস, আহানা কৃষ্ণা, আনোয়ার শেরিফ, নিথিন জর্জ। মুক্তির পর সিনেমাটি সে সময় ব্যবসা সফল হয়েছিল।

তোভিনো থমাসের অভিনয়ের সঙ্গে তাল মিলিয়েছিলেন আহানা কৃষ্ণাও। তোভিনো অভিনীত অন্যান্য সিনেমাগুলো হলো মিন্নাল মুরলি, মারি ২, কালকি, লুসিফার, ভাইরাস ইত্যাদি।

ছবিটি দর্শক ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন।

সারাবাংলা/এজেডএস

চরকি মালায়লাম লুকা

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর