Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-মেয়ের মধুর ছবি


১১ এপ্রিল ২০১৮ ১৪:২১ | আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। টুইটারে নিজেদের ব্যক্তিজীবনের নানান ঘটনা, সিনেমার বিজ্ঞাপনসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন তারা। এই কারণে অবশ্য মাঝেমাঝেই আলোচিত-সমালোচিতও হন এই জুটি।

অক্ষয়-টুইঙ্কেল এক ছেলে ও এক মেয়ের জনক-জননী। সন্তানের প্রতি তাদের হৃদ্যতা প্রায়ই খবর হয়ে প্রকাশ হয় গসিপ ম্যাগাজিনের পাতায়। এবার মা টুইঙ্কেল ও মেয়ে নিতারার তেমনি একটি প্রেমময় ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

প্রকাশিত ওই ছবিটির ক্যাপশনে টুইঙ্কেল লেখেন, ‘যখন তুমি কাউকে গভীরভাবে ভালবাস এবং দেখ যে- তোমার ভবিষ্যত তাদের চোখে খেলা করে।’ ছবিতে দেখা যায় টুইঙ্কেল নিতারাকে জড়িয়ে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে আছেন, নিতারাও মায়ের ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাকিয়ে আছেন চোখেচোখে।

বিজ্ঞাপন

মাদারহুড হ্যাশট্যাগে প্রকাশিত এই ছবিটি ভারত জুড়েই দারুণ সাড়া ফেলেছে। একদিন আগেই ব্যাপক ভাবে হাস্যরসের শিকার হওয়া টুইঙ্কেলকে তার আগের ইমেজ ফিরিয়ে দিয়েছে ছবিটি। ছবিটিকে অমূল্য বলেও মন্তব্য করছেন অনেকে।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর