Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’


১২ এপ্রিল ২০১৮ ১৭:৫৬ | আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৮:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘স্বল্পদৈর্ঘ্যে, দীর্ঘ যাত্রা’ এই স্লোগান নিয়ে শুরু হলো গুচ্ছ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রকল্প। ‘ইতি, তোমারই ঢাকা’ শিরোনামের এই প্রকল্পে নির্মিত হবে ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নির্মাণ করবেন দেশের ১১ জন তরুণ নির্মাতা। এই প্রকল্পের পৃষ্ঠপোষক ইমপ্রেস টেলিফিল্ম।

ঢাকা শহরের গল্প নিয়ে নির্মিত হবে ছোট ছবিগুলো। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে এই প্রকল্পের ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় অনুষ্ঠিত হয় ‘ইতি তোমারই ঢাকা’-এর শুভ মহরৎ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নির্মাতা তৌকীর আহমেদ, মোস্তফা সরায়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম, গোলাম রাব্বানী বিপ্লব। প্রকল্পের ক্রিয়েটিভ প্রযোজক নির্মাতা আবু শাহেদ ইমন।

বিজ্ঞাপন

১৫ এপ্রিল থেকে শুরু হবে এর শুটিং। ২০১৯ সালের জুনে এই প্রকল্প শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন আবু শাহেদ ইমন। তিনি আরও বলেন, ‘এই প্রথম দেশে অমনিবাস চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এই প্রকল্পে ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে। আলাদা করে সিনেমাগুলো দেখলে খুব ভালো বোঝা যাবে না। কিন্তু ১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা একসঙ্গে দেখলে পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যাবে। যখন ছবিগুলো মুক্তি পাবে, একসঙ্গে ১১টি ছবি মুক্তি পাবে। আর সে জন্য গত চার মাস ধরে আমরা এই কাজটির জন্য ওয়াকশর্প করেছি। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে স্ক্রিপ্ট সম্মৃদ্ধ করেছি।’

যে ১১ জন নবীন নির্মাতা স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন তারা হলেন নুহাশ হুমায়ূন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর