বাংলায় দেখা যাবে ইরানি সিনেমা ‘পিগ জিন’
২ মার্চ ২০২২ ১৬:৩০
বাংলাদেশের সিনেমাপ্রেমিদের একটা বড় অংশ ইরানি ছবির ভক্ত। তারা নানাভাবে তা সংগ্রহ করে দেখেন। তাদের সে আগ্রহের কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে এসেছে ‘পিগ জিন’। যেটি দেখা যাবে বাংলায়। ডাব করা ছবিটি দেখা যাবে আগামী ৩ মার্চ রাত ৮টায়।
সাঈদ সোহেইলি পরিচালিত এ সিনেমাটি এই সপ্তাহের চরকির বিদেশি কনটেন্ট। প্রত্যেক সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দেয়ার প্রতিশ্রুতি থেকেই চরকি অরিজিনালের পাশাপাশি মালায়লাম, কোরিয়ান, ইরানি ভাষার কনটেন্টও বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে।
দুই কয়েদি ইমাদ ক্যাট আর রেজা কিশমিশ জেল থেকে পালানোর ফন্দি আঁটে। রেজার উদ্দেশ্যে ইমাদকে তাঁর সৎ ভাইদের কাছে পৌঁছানো। অন্যদিকে ইমাদ মাহির সঙ্গে তার প্রেম বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে যায়। শেষ পর্যন্ত কী হয় ইমাদ এবং রেজার সঙ্গে? এমনই গল্পে নির্মিত হয়েছে ছবিটি।
হাদি হেজাজিফার, সিনা মেহেরদাদ, নাজানিন বায়াতিসহ আরও অনেককেই দেখা যাবে পিগ জিন সিনেমায়।
‘পিগ জিন’ কমেডি-ড্রামা ঘরানার ছবি। এই সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে পরিবার নিয়ে। কমেডি, অ্যাকশন, ড্রামা, ইমোশন সব আছে এই এক ফিল্মে। ২০১৯ সালে মুক্তি পায় ইরানি এই চলচ্চিত্রটি।
সারাবাংলা/এজেডএস