Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ের অনুমতি পেলো অনন্ত জলিলের ‘সিএনজি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ১৮:৩৮

‘দিন-দ্য ডে’ নামে একটি ছবি এবারের ঈদুল আযহায় নিয়ে আসছেন আলোচিত নায়ক, পরিচালক অনন্ত জলিল। ছবিটি আসছে প্রায় সাত বছর পর। সে ছবির পরিচালক মুর্তজা অতাশ জমজম অনন্তকে নিয়ে আরেকটি ছবি নির্মাণ করবেন। ‘সিএনজি’ নামের ছবিটিও নির্মিত হবে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

ইতোমধ্যে পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে শুটিং করার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন। বাকিরা হচ্ছেন বায়রাম ফাজলি, ফারামার্জ মখাতরি মবেরেখ, আতিয়ে পিরালি ও কাভোয়াস আগাই। তারা সবাই এ মাসের শেষের দিকে শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন।

বিজ্ঞাপন

১৩ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুমতির ব্যাপারে জানানো হয়। তবে সেখানে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে-

(ক) আবেদনে উল্লিখিত স্থানসমূহের মধ্যেই শুটিং করতে হবে। এর বাইরে শুটিংয়ের কাজ করা যাবে না এবং শুটিং শুরুর আগে সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করতে হবে;

(খ) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা বাংলাদেশ ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হতে পারে এমন দৃশ্য ধারণ করা যাবে না;

(গ) শুটিংয়ের কাজে বাংলাদেশি কলাকুশলী অংশগ্রহণ করলে তাদের পারিশ্রমিক/সম্মানী যথানিয়মে পরিশোধ করতে হবে;

ঘ) চলচ্চিত্রটির নির্মাতা ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে যথানিয়মে ভিসা সংগ্রহ করবেন: এবং

(ঙ) চলচ্চিত্রটি অবশ্যই বাংলাদেশের সিনেমা হলে নিয়মানুযায়ী মুক্তি দিতে হবে।

সারাবাংলা/এজেডএস

অনন্ত জলিল সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর