Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানে প্রদর্শিত হবে ‘মুজিব’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ১০:০৫ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৫:৩৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি এবার প্রদর্শিত ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের কান বাজার সেকশনে। বিখ্যাত সিনে ম্যাগাজিন ভ্যারাইটিকে খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল ।

ভ্যারাইটিকে তিনি বলেন,‌‘‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যেকোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।’’

বিজ্ঞাপন

নির্মাতা শ্যাম বেনেগাল আরও জানান, বর্তমানে সিনেমার ভিএফএক্সের কাজ চলছে। উৎসবের আগেই সেটা সম্পন্ন হয়ে যাবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ প্রকাশ করা হয় ‘মুজিব’ সিনেমার নাম ও পোস্টার। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ভিত্তি করে পোস্টারটি বানানো হয়। ‘মুজিব’ সিনেমার ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’।

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

সারাবাংলা/এজেডএস

কান চলচ্চিত্র উৎসব কান বাজার টপ নিউজ বঙ্গবন্ধু বায়োপিক মুজিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর